Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
karimgonj
বিস্তারিত

কিশোরগঞ্জ জেলার মোট ১৩ টি উপজেলা আছে। এর মধ্যে করিমগঞ্জ একটি উপজেলা, যার উত্তরে তাড়াইল উপজেলা, দক্ষিণে নিকলী উপজেলা এবং কটিয়াদি উপজেলা, পূর্বে ইটনা উপজেলামিটামইন উপজেলা আর পশ্চিমে কিশোরগঞ্জ সদর উপজেলা

র্তমানের করিমগঞ্জ উপজেলাটি একটি থানা, যা ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে একটি উপজেলা পরিষদ ও ১১ টি ইউনিয়ন পরিষদ আছে। ইউনিয়ন -

  1. কাদিরজঙ্গল ইউনিয়ন
  2. গুজাদিয়া ইউনিয়ন
  3. কিরাটন ইউনিয়ন
  4. বারঘরিয়া ইউনিয়ন
  5. নিয়ামতপুর ইউনিয়ন
  6. দেহুন্দা ইউনিয়ন
  7. সুতারপাড়া ইউনিয়ন
  8. গুনধর ইউনিয়ন
  9. জয়কা ইউনিয়ন
  10. জাফরাবাদ ইউনিয়ন
  11. নোয়াবাদ ইউনিয়ন

ইতিহাস ঐতিহাসিক ভাবে করিমগঞ্জের জঙ্গলবাড়ি নামটি রয়েছে । এটি ছিল বাংলার ১২ ভূঁয়ার প্রধান ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী। প্রত্নতান্তিক নিদর্শন হিসাবে এখানে রয়েছে একটি প্রাসাদ , একটি শাহি মসজিদ ও একটি দূর্গ (যা ঈশা খাঁর দুর্গ নামে পরিচিত)।