কিশোরগঞ্জ জেলার মোট ১৩ টি উপজেলা আছে। এর মধ্যে করিমগঞ্জ একটি উপজেলা, যার উত্তরে তাড়াইল উপজেলা, দক্ষিণে নিকলী উপজেলা এবং কটিয়াদি উপজেলা, পূর্বে ইটনা উপজেলা ও মিটামইন উপজেলা আর পশ্চিমে কিশোরগঞ্জ সদর উপজেলা।
র্তমানের করিমগঞ্জ উপজেলাটি একটি থানা, যা ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে একটি উপজেলা পরিষদ ও ১১ টি ইউনিয়ন পরিষদ আছে। ইউনিয়ন -
ইতিহাস ঐতিহাসিক ভাবে করিমগঞ্জের জঙ্গলবাড়ি নামটি রয়েছে । এটি ছিল বাংলার ১২ ভূঁয়ার প্রধান ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী। প্রত্নতান্তিক নিদর্শন হিসাবে এখানে রয়েছে একটি প্রাসাদ , একটি শাহি মসজিদ ও একটি দূর্গ (যা ঈশা খাঁর দুর্গ নামে পরিচিত)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস